কাস্টম ল্যান্ডিং পেজ (অপ্টিন পেজ) এবং মার্কেটিং ফানেল তৈরি করা মার্কেটিং-এ সবচেয়ে স্ট্র্যাটেজিক/কার্যকরী পদক্ষেপ নেয়া একটি কাস্টম ডোমেইন খুঁজে বের করা এবং সেটাকে ফানেল আর অটোরেস্পন্ডার এর সাথে যুক্ত করা কাস্টম ফানেলকে অ্যাফিলিয়েট অফার এর সাথে যুক্ত করা আপনার ক্যামপেইং ট্রাফিক ড্রাইভ করা এবং কমিশন আয় শুরু করা ট্রাফিক আনার বিভিন্ন পন্থা কিন্তু আমি বলব, আপনি এখুনি এই Elite মেম্বারশিপ নেবেন না । আপনি ধাপে ধাপে ট্রেনিং শুরু করুন, যেভাবে কাজ করতে বলছে সেভাবে কাজ করুন। ওদের টুলস না পেলে বিকল্প ফ্রি টুলস দিয়ে কাজ করুন। ১৪ দিন পরে আপনি যখন আয় করতে শুরু করবেন, তখন আপনি হিসেব করে Elite মেম্বারশিপ নিতে পারেন। এবং আমার বিশ্বাস আপনি এই ট্রেনিং এ যা আয় করবেন তা দিয়েই আপনার এলিট মেম্বারশিপ রেজিস্ট্রেশন করতে পারবেন।
Posts
Showing posts from 2016
- Get link
- X
- Other Apps
হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধ থেকে বাঁচতে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোর কাছে আশ্রয় খোঁজেন অনেকে। তবে সাইবার নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে বহুলাংশেই ব্যর্থ এসব সফটওয়্যার। নিরাপত্তা জোরদারের দিকে ব্যবহারকারীদের সচেতন করতে মাইক্রোসফট নিয়ে এলো অভিনব এক ফিচার। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে এই খবর। অ্যান্টিভাইরাস থেকে শুরু করে অনলাইন নিরাপত্তাদানকারী প্রতিষ্ঠান সব সময় নিরলসভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তবুও হ্যাকাররা এমন কঠোর নিরাপত্তাব্যবস্থা ভেঙে ঠিকই হ্যাক করে নিচ্ছে গুরুত্বপূর্ণ সব তথ্য। সেদিক বিবেচনা করেই মাইক্রোসফট তাদের উইন্ডোজ ডিফেন্ডার সফটওয়্যারে যুক্ত করেছে নতুন এক ফিচার। এই ফিচারের মাধ্যমে মাইক্রোসফট তাদের ব্যবহারকারীদের হ্যাকিংয়ের কবলে পড়লে সতর্ক করে দেবে তৎক্ষণাৎ। এর ফলে মাইক্রোসফট ব্যবহারকারী হ্যাকিং থেকে রক্ষা পেতে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবেন। তবে উইন্ডোজ ডিফেন্ডারের এই ‘অ্যাডভান্সড থ্রেট প্রটেকশন’ (এটিপি) হ্যাকিং বন্ধে প্রয়োজনীয় সাহায্য জোগাবে না। সতর্ক করে দেওয়া পর্যন্তই তার কার্যসীমা। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হ
- Get link
- X
- Other Apps
some important word for life OVI - Ohio Video Intranet. CDMA - Code Division Multiple Access. WCDMA - Wide-band Code Division Multiple Access. GSM - Global System for Mobile Communications. WI-FI - Wireless Fidelity. DIVX - Digital internet video access. APK - Authenticated public key. J2ME - Java 2 micro edition. SIS - Installation source. DELL - Digital electronic link library. ACER – Acquisition Collaboration Experimentation Reflection. RSS - Really simple syndication. TFT - Thin film transistor. AMR- Adaptive Multi-Rate. MPEG - moving pictures experts group. IVRS - Interactive Voice Response System. HP - Hewlett Packard.
- Get link
- X
- Other Apps
some important word for knowing computer 13. VPN - Virtual private network. 14. APN - Access Point Name. 15. SIM - Subscriber Identity Module. 16. LED - Light emitting diode. 17. DLNA - Digital Living Network Alliance. 18. RAM - Random access memory. 19. ROM - Read only memory. 20. VGA - Video Graphics Array. 21. QVGA - Quarter Video Graphics Array. 22. WVGA - Wide video graphics array. 23. WXGA - Widescreen Extended Graphics Array. 24. USB - Universal serial Bus. 25. WLAN - Wireless Local Area Network. 26. PPI - Pixels Per Inch. 27. LCD - Liquid Crystal Display. 28. HSDPA - High speed down-link packet access. 29. HSUPA - High-Speed Uplink Packet Access. 30. HSPA - High Speed Packet Access.